২০১৭ সাল ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট। বছরের শেষ দিকে রয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে পুর্নাঙ্গ সিরিজ। বৃহস্পতিবার তারই সূচি প্রকাশ করল ক্রিকেট সাউথ আফ্রিকা।
সেই সিরিজে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রম টেস্ট দিয়ে শুরু হবে লড়াই। ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত করেন।
চলুন দেখে নেই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি:
তিন দিনের প্রস্তুতি ম্যাচ: ২১-২৩ সেপ্টেম্বর; প্রতিপক্ষ বিসিবি একাদশ ও দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ
প্রথম টেস্ট: ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর; সেনওয়েস পার্ক, পচেফস্ট্রম
দ্বিতীয় টেস্ট: ৬-১০ অক্টোবর; মাংগাং ওভাল, ব্লমফন্টেইন
একদিনের প্রস্তুতি ম্যাচ: বিসিবি একাদশ বনাম দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ
প্রথম ওয়ানডে: ১৫ অক্টোবর; ডায়মন্ড ওভাল, কিম্বারলি
দ্বিতীয় ওয়ানডে: ১৮ অক্টোবর; বোল্যান্ড পার্ক, পার্ল
তৃতীয় ওয়ানডে: ২২ অক্টোবর; বাফেলো পার্ক, ইস্ট লন্ডন
প্রথম টি-টুয়েন্টি: ২৬ অক্টোবর; মাংগাং ওভাল, ব্লমফন্টেইন
দ্বিতীয় টি-টুয়েন্টি: ২৯ অক্টোবর; সেনওয়েস পার্ক, পচেফস্ট্রম
Discussion about this post