জয়ের সুবাস পেতে থাকা ম্যাচে বাংলাদেশ এভাবে হেরে যাবে কে জানতো? ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬৭ রানে হার টাইগারদের। একইসঙ্গে সিরিজটাও শেষ। এমন দিনে মুশফিকুর রহীমকে নিয়ে সুখবর। তার হ্যামস্ট্রিং ইনজুরির এমআরআই রিপোর্ট পাওয়া গেছে। টেস্ট অধিনায়কের গুরুতর কোন চোট এমআরআই রিপোর্টে ধরা পড়েনি। হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ টিয়ার ধরা পড়েছে।
পরিস্থিতি জানাচ্ছে টেস্ট সিরিজের আগে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হয়তো মাঠে ফিরতে পারবেন। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১২ জানুয়ারি।
এমআরআই স্ক্যানে বৃহস্পতিবার জানা গেল- মুশফিকের বাঁ হ্যামস্ট্রিংয়ে ধরা পড়েছে ‘গ্রেড-১ টিয়ার’। যা সপ্তাহ দুয়েকের মধ্যে সেরে যাবে। তবে এই উইকেটকিপার-ব্যাটসম্যান
টেস্ট খেলাটাই লক্ষ্য মুশফিকের। তার আগে টি-টুয়েন্টি সিরিজও খেলতে পারছেন না তিনি। সেক্ষেত্রে খেলবেন নূরুল হাসান সোহান। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাকে উইকেটের পেছনে দেখা গেছে।
Discussion about this post