এই বছরের বড় একটা অংশ জুড়েই তিনি ছিলেন ক্রিকেটের বাইরে। চোট কাটিয়ে উঠার লড়াইয়েই কেটেছে সময়। তবে যতোটা সময় মাঠে ছিলেন, তিনিই হয়েছেন জয়ের নায়ক। তারই পথ ধরে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারও হয়েছেন মুস্তাফিজুর রহমান। ইনজুরি কাটিয়ে কাটার মাস্টার এখন আছেন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে।
সেখানে থাকা অবস্থায় আরো একটি সুখবর পেলেন এই পেসার। ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ২০১৬ সালের টি-টুয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন তিনি।
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নৈপুন্যের উপর ভিত্তি করে সেরা একাদশ নির্বাচন করেছে তারা। যেখানে আছেন বাংলাদেশের দ্য ফিজ।
অবশ্য ২০১৬ সালটা স্মরণীয় করে রেখেছেন আন্তর্জাতিক এমন কী ঘরোয়া ক্রিকেটেও। সানরাইজার্স হায়দ্রাবাদ ও কাউন্টির সাসেক্সের হয়ে ১৮.১০ গড়ে ৩৭ উইকেট নেন তিনি। সেরা ২২ রানে ৫ উইকেট।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এই বর্ষসেরা টি-টুয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে ভারতের ভিরাট কোহলিকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টুয়েন্টি দল
ডেভিড ওয়ার্নার, জেসন রয়, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, জস বাটলার (উইকেটরক্ষক), ফারহান বেহারদিয়েন, শহীদ আফ্রিদি, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান এবং অ্যাডাম জাম্পা।
Discussion about this post