শিরোপার সুবাস আগেই পেতে শুরু করেছিল আবাহনী লিমিটেড। সেটাই সোমবার সন্ধ্যায় বাস্তবতার ছোঁয়া পেল। উত্তর বারিধারাকে ৪-০ গোলে উড়িয়ে লিগের পঞ্চম শিরোপা জিতল ধানমন্ডির ক্লাবটি।
এর আগে সর্বশেষ আবাহনী শিবিরে লিগ ট্রফি গিয়েছিল ২০১১-১২, ২০০৬-০৭, ২০০৭-০৮ ও ২০০৮-০৯ মৌসুমে। আরো একবার চ্যাম্পিয়ন হল জর্জ কোটানের শিষ্যরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সোমবার দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ১-১ ড্র করে চট্টগ্রাম আবাহনী। তাতেই বন্দরনগরীর দলটি লড়াই থেকে ছিটকে যায়। তাদের পয়েন্ট এখন ২১ ম্যাচে ৪৪। পরের ম্যাচে বারিধারার বিপক্ষে জয়ের পর আবাহনীর ২১ ম্যাচে দাঁড়ায় ৪৯ পয়েন্ট। দু’দলের একটি করে ম্যাচ বাকী। সেই হিসেবে ঢাকা আবাহনীই আগেভাগে জিতে নেয় ট্রফি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জোনাথনের গোলে এগিয়ে যায় আবাহনী। ৫৮ মিনিটে জুয়েল রানার ক্রস থেকে বল পেয়ে মাথা ছুঁইয়ে দেন নাবীব জীবন (২-০)।
এরপর ম্যাচে দাপট ধরে রাখা ঢাকার অভিজাত পাড়ার ক্লাবটি। ৮৩ মিনিটে স্পট কিক থেকে গোল করেন ইমন মাহমুদ। তার তিন মিনিট পর ফয়সাল মাহমুদের হেড বারিধারার জালে জড়ায়। আর আবাহনী এক ম্যাচ আগেই লিগ শিরোপা জয়ের উৎসবে মেতে উঠে।
Discussion about this post