অনুশীলন করতে করতে কখন যে নামাজের সময় হয়ে গেল। হোটেলে গিয়ে পড়তে গেলে সময় ফুরিয়ে যাবে। তাইতো মাঠেই নামাজ আদায় করে ফেললেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। পরে মুশফিক ফেসবুকে সেই ছবিটি পোস্ট করেন। টেস্ট অধিনায়ক লিখেন, ‘আপনি কোথায় আছেন, সেটা বড় ব্যাপার নয়, সবার আগে গুরুত্বপূর্ন হল নামাজ।’ ভক্তদের দোয়াও চাইলেন মুশি।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল রোববার নামাজের সময় হতেই মাশরাফি-মুশফিকসহ পুরো দলই দাঁড়িয়ে যায় নামাজে। যেখানে ইমামের ভূমিকাতে দেখা গেল সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে।
অবশ্য জাতীয় দলের ক্রিকেটারদের বেশিরভাগই নামাজ আদায় করতে ভুল করেন না। খোদ টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা এমন ধর্মীয় আচার মেনে চলেন। একইভাবে মুশফিক-তামিম ইকবালরাও নামাজে নিয়মিত নামাজ পড়েন। এরমধ্যে তামিম ইকবাল স্ত্রীকে নিয়ে এর আগে পবিত্র হজও করে এসেছেন।
তিনটি ওয়ানডে, সমান সংখ্যক টি-টুয়েন্টি আর দুটি টেস্ট খেলতে এখন নিউজিল্যান্ড সফরে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার ভোর চারটায় সিরিজের প্রথম ওয়ানডেতে তারা মুখোমুখি হচ্ছে স্বাগতিকদের।
Discussion about this post