এবার মেসির চেয়ে তিনি বেশ এগিয়ে। লড়াইটা শেষ পর্যন্ত একপেশেই হল। কারণটাও সংগত। গত একটা বছর যে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়নি। তাইতো তাকে টপকে চতুর্থবারের মতো বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
গত সোমবার রাতে ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করে ফ্রান্স ফুটবল সাময়িকী। বিশ্বজুড়ে ১৭৩ জন সাংবাদিকদের ভোটে এবার সেরা হলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
তিনি এর আগে ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালে বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন।
লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেস আর অঁতোয়ান গ্রিজমানকে পেছনে ফেলে সেরা ট্রফি জিতেছেন ৩১ বছর বয়সী এই পর্তুগীজ ফুটবলার।
আর্জেন্টিনার বার্সা তারকা মেসি হলেন দ্বিতীয় সেরা। গত মৌসুমে তিনি জিতেন লা লিগা ও কোপা দেল রে। অবশ্য কোপা আমেরিকা একটুর জন্য হাত ফস্কে যায়। আতলেতিকো মাদ্রিদের গ্রিজমান হয়েছেন তৃতীয়। বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেস চতুর্থ। ব্রাজিলিয়ান নেইমার আছেন পঞ্চমস্থানে।
১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা খেলোয়াড়কে ব্যালন ডি’অর চালু হয়। ২০০৭ সাল থেকে ইউরোপের নয় বিশ্বের সেরা ফুটবলারকে এ পুরস্কার দেয়ার প্রচলন হয়।
সর্বশেষ ১১ বারের বিজয়ীরা-
ব্যালন ডি’অর
২০০৬ ফাবিও কান্নাভারো
২০০৭ কাকা
২০০৮ ক্রিস্তিয়ানো রোনালদো
২০০৯ লিওনেল মেসি
একীভূত ফিফা ব্যালন ডি’অর
২০১০ লিওনেল মেসি
২০১১ লিওনেল মেসি
২০১২ লিওনেল মেসি
২০১৩ ক্রিশ্চিয়ানো রোনালদো
২০১৪ ক্রিশ্চিয়ানো রোনালদো
২০১৫ লিওনেল মেসি
২০১৬ ক্রিশ্চিয়ানো রোনালদো
Discussion about this post