লড়াই ছিল দু’জনের, রুবেল হোসেন নাকি কামরুল ইসলাম রাব্বি? শেষ পর্যন্ত নির্বাচকরা অভিজ্ঞতার মূল্য দিলেন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে পরিচিত রুবেলকেই বেছে নিলেন তারা। বাংলাদেশ দলের সঙ্গে বিপিএল শেষে সফরে যাচ্ছেন এই পেসারই।
এইতো অস্ট্রেলিয়ায় অনুশীলন ক্যাম্পের জন্য বিপিএল শুরুর আগেই ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বলা হচ্ছিল সেখান থেকেই বেছে নেয়া হবে নিউজিল্যান্ড সফরের চূড়ান্ত দল। কিন্তু তার আগে সেই
২২ সদস্যের দলের পেসার মোহাম্মদ শহিদ চোটে পড়ায় তার বিকল্প খুঁজতে হল। সোমবার শহিদের জায়গায় স্ট্যান্ডবাই তালিকায় থাকা পেসার রুবেল হোসেনকে দলে নিয়েছে বিসিবি।
রুবেলের অন্তর্ভুক্তির নিয়ে নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু এই খবর নিশ্চিত করেছেন।
নিউজিল্যান্ড সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ এবং দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডে ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে।
২০১৭ সালের ৩ জানুয়ারি নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। তারপর দ্বিতীয় ও তৃতীয় টি-টুয়েন্টি মাঠে গড়াবে ৬ ও ৮ জানুয়ারি।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে। ২০ থেকে ২৪ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট ক্রাইস্টচার্চে। এরপরই দেশে ফিরবে টাইগাররা।
২২ সদস্যের প্রাথমিক দল:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন এবং তানভীর হায়দার।
স্ট্যান্ডবাই-
শাহরিয়ার নাফিস, আব্দুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন রুবেল, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু এবং নাসির হোসেন।
Discussion about this post