এল ক্লাসিকো বলে কথা। ক্লাব ফুটবলের সেরা দ্বৈরথ দারুণ উত্তেজনা ছড়াল। পরতে পরতে নাটকীয়তা। শেষ পর্যন্ত সেই অনেক আগ্রহের মৌসুমের প্রথম ‘ফুটবলের রাত’টা কারোরই হল না। ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে চির শক্রু রিয়াল মাদ্রিদের সঙ্গে শনিবার ১-১ গোলে ড্র করল বার্সেলোনা।
ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও রিয়াল মাদ্রিদের জালে বল পাঠাতে পারেনি বার্সেলোনা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই খুলে প্রতিপক্ষের গোলমুখ। লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সা। মনে হচ্ছিল এই ব্যবধান নিয়েই বুঝি ম্যাচ শেষ করছে লিওনেল মেসির দল। কিন্তু অনেক নাটক বাকী ছিল।
গোলের জন্য মরিয়া হয়ে উঠা রিয়াল অবশেষে পেয়ে যায় সেই কাংখিত গোল। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সার্জিও রামোসের গোলে এক পয়েন্টে তুলে নেন ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ।
এর অর্থ টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকল রিয়াল। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে জয় তুলে নেয়া হল না বার্সার। পরিসংখ্যান জানাচ্ছে- গত চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারাল কাতালানরা। আর এই ড্রয়ে রিয়ালের সঙ্গে বার্সার ব্যবধান ৬ পয়েন্টই থাকল।
Discussion about this post