ঢাকা ডায়নামাইটসের হয়ে প্রথম ম্যাচে নেমেই রীতিমতো ঝড় তুললেন এভিন লুইস। রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৪ বলে ৭৫ রান করেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। তার ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করে ঢাকা। জবাবে আবু জায়েদ ও সাকিব আল হাসানের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রানে থামে উত্তরবঙ্গের দলটির ইনিংস। তাতেই ৪২ রানে জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করলো ডায়নামাইটস।
এই জয়ে চলতি বিপিএলে টানা তিন ম্যাচ জিতলো ঢাকা। অন্যদিকে এ নিয়ে টানা চার ম্যাচে হারের স্বাদ পেল রংপুর।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৮৮/৭ (মারুফ ৪০, লুইস ৭৬, সাকিব ২৯, ব্রাভো ১৬, মোসাদ্দেক ১৪*, সানজামুল ০*; রুবেল ৩/২৫, মুক্তার ০/৯, সোহাগ ০/২৫, আফ্রিদি ০/৪০, সানি ০/১০, ডসন ০/২৯, সৌম্য ২/২৭, জিয়াউর ২/২২)।
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৪৬/৮ (জামশেদ ২১, আফ্রিদি ০, মিঠুন ১, রূপাসিংহে ৮, ডসন ১১, জিয়াউর ৬০, সৌম্য ১, সোহাগ ৩৬, মুক্তার ৪*; আবু জায়েদ ৩/২০, রাসেল ০/৩৩, ব্রাভো ১/৪৩, সাকিব ২/১১, মোসাদ্দেক ০/৯, প্রসন্ন ১/২৮)।
ফল: ঢাকা ডায়নামাইটস ৪২ রানে জয়ী
ম্যাচসেরা : এভিন লুইস
Discussion about this post