নিজেদের মাঠে খেলতে গিয়েও জয়ের ধারায় ফেরা হল না। সেই একই গল্প। ব্যর্থতার বৃত্তে বন্ধী চিটাগং ভাইকিংস। প্রত্যয় ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের মাঠে জয়ের ধারায় ফিরবে তারা। কিন্তু ঘরের মাঠেও সেই গল্প। বৃহস্পতিবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তামিম ইকবালের দল হারল ১৯ রানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৪৮ রান। জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে চিটাগং।
এনিয়ে এবারের বিপিএলে চতুর্থ হারের মুখ দেখল তামিমের দল। অন্যদিকে সাকিবের ঢাকা ৫ ম্যাচের চারটি জিতেছে।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৪৮/৯ (মারুফ ৩৩, সাঙ্গাকারা ১৭, নাসির ২০, মোসাদ্দেক ৩৫, সাকিব ১৩, ব্রাভো ৩, প্রসন্ন ৮, কোলস ৪, আলাউদ্দিন ৫, সানজামুল ৭*;মিলস ৩/২৫, শুভাশীষ ০/৪২, নবি ৩/১৮, ইমরান ১/২৩)
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১২৯/৯ (তামিম ২৬, জহুরুল ৬, এনামুল ১৭, মাহমুদুল ২০, নবি ১৫, এলিয়ট ৮, নাজমুল ১৩, সাকলাইন ৯*, মিলস ৪, ইমরান ৫*; নাসির ১/২৬, সাকিব ০/৯, কোলস ১/২৩, ব্রাভো ১/২৫, শহীদ ২/২৩)
ফল: ঢাকা ডায়নামাইটস ১৯ রানে জয়ী।
ম্যাচসেরা: মোহাম্মদ শহীদ
Discussion about this post