ব্যাট হাতে সেই পুরনো ছন্দ ফের খুঁজে পেলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রায় প্রতিটি ম্যাচেই দেখিয়ে যাচ্ছেন ঝলক। অবশ্য এই টুর্নামেন্টটির ইতিহাসে তিনিই যে সফলতম ব্যাটসম্যান। মুশফিকুর রহিম সোমবার ১০ রানের ইনিংসটি খেলার পথে গড়লেন আরেকটি রেকর্ড। টুর্নামেন্টের চতুর্থ আসর বরিশাল বুলসের অধিনায়ক শুরু করেন সর্বোচ্চ ৮৩১ রানে। এর আগে দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস ও সিলেট সুপার স্টার্সের হয়ে এই রান করেন তিনি। বরিশাল বুলসের হয়ে ১০০০ রানের মাইলফলক স্পর্শ পেরিয়ে গেলেন মুশফিক।
বিপিএলে তিনিই প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়লেন।
তার এমন মাইলফলক পেরোনোর ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে সোমবার বিপিএলের লড়াইয়ে বরিশাল বুলস জিতল ৭ উইকেটে।
মুশফিক প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে করেন ৩৬ বলে ৫০ রান। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ২৩ বলে ৩৩ রান। রোববার রাজশাহী কিংসের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৫২ বলে অপরাজিত ৮১। তাতেই স্পর্শ করলেন হাজার রানের মাইলফলক।
বিপিএলে হাজার মাইলফলক স্পর্শ করতে ২৩৫ রান দুরে সাকিব আল হাসান। এনামুল হক বিজয় ৭৬২, ব্যাড হজ ৭৫৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ৭৪৩ রান।
Discussion about this post