বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের ঢাকা পর্ব প্রায় শেষ হতে চলল। ১৪ নভেম্বরের পর দ্বিতীয় পর্বে খেলতে চট্টগ্রামে চলে যাবে দলগুলো। বন্দরনগরীতে লড়াই শুরু ১৭ নভেম্বর থেকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হবে ১৫ নভেম্বর থেকে।
বিসিবি জানিয়েছে, সাগরিকাস্থ সিটি কর্পোরেশন অফিসের বাউন্ডারি সংলগ্ন টিকিট কাউন্টার এবং এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টার থেকে বিপিএলের টিকিট কেনা যাবে।
জানা গেল পূর্ব গ্যালারির টিকিটের মূল্য-২০০ টাকা। এছাড়া পশ্চিম গ্যালারি-৩০০ টাকা, ক্লাব হাউস-৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি-৫০০ টাকা, গ্র্যান্ডস্ট্যান্ড-২০০০ টাকা, রুফটপ-২০০০ টাকা ও হসপিটালিটি বক্স-৫০০০ টাকা।
বৃহস্পতিবার চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। এরপর চট্টগ্রামে লড়াই চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
Discussion about this post