ঢাকায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ইংলিশ দলনায়ক জস বাটলারের সেই অশোভন আচরনের কথা নিশ্চয়ই ভুলে যাননি। সেই ম্যাচ শেষে তামিমের সঙ্গে বেন স্টোকসের তর্কে জড়িয়েছিলেন। এমন কী হাত পর্যন্ত মেলান নি। আবার টুইটারে মন্তব্যও করে বসেন। বাংলাদেশের উল্লাস প্রকাশ নিয়েও প্রশ্ন উঠে। সেই পুরনো ঘটনার ভিন্নভাবে মনে করালেন সাকিব আল হাসান। বেন স্টোকসকে আউট করে করার পর ‘স্যালুট’ দিয়ে ‘জবাব’ দিলেন!
ঘটনা ইংল্যান্ডের ২য় ইনিংসের ৪৩তম ওভারের তৃতীয় বলের। সাকিবের বল খেলতে গিয়ে বোল্ড স্টোকস। আম্পায়ার অাউট দিতেই স্টোকসের উদ্দেশ্যে ‘সম্মানজনক স্যালুট’ ঠুকেন সাকিব। অন্যরকম এক উদযাপন। ইংল্যান্ডের বিপক্ষেও ক্যারিবিয়ানদের বেশ কয়েকবার এমন উদযাপন করতে দেখা গেছে। ইংল্যান্ডকে জবাব দিতেই সাকিব একটু ভিন্নভাবে উদযাপন করলেন।
রোববার ইংল্যান্ডের বিপক্ষে ১০৮ রানের ঐতিহাসিক জয়ের দিনে সেই পুরনো প্রসঙ্গের মধুর জবাব দেয়া হয়ে দিলেন সাকিব। ২ টেস্টের সিরিজে এই জয়ে ১-১ এ ড্র হল।
এর আগে ওয়ানডে সিরিজ বাংলাদেশ ১-২ হেরেছিল।
Discussion about this post