তাদের পুঁজি মাত্র ১১৫ রান। টি-টুয়েন্টিতে এই সংগ্রহকে মামুলি মানতেই হচ্ছে। কিন্তু এই মামুলি পুঁজি নিয়েও ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংটা মোটেও ভাল হয়নি। কিন্তু প্রোটিয়া বোলাররা দুর্দান্ত ভঙ্গিতে ম্যাচ জিতে নিল। শ্রীলঙ্কা গুটিয়ে গেল মাত্র ১০৩ রানে। দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতল ১২ রানে। এই জয় দিয়ে টি-টুয়েন্টি সিরিজে তারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
ওয়ানডে সিরিজে হারের পর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটা দারুণ জয় দিয়ে শুরু করল দক্ষিণ আফ্রিকা। ১০ ওভারে ২ উইকেটে ৪৭ রান তোলার পর শ্রীলঙ্কা হঠাৎ করেই ম্যাচ থেকে ছিটকে পড়ে। ব্যাটসম্যানরা ম্যাচ জেতায় একটু বেশি তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। একপ্রান্ত আঁকড়ে ধরে কুমার সাঙ্গাকারা ৫৯ রানে অপরাজিত থাকলেও অন্যপ্রান্ত থেকে যে কারো সহায়তা পাননি। শেষের ছয় উইকেট হারায় শ্রীলঙ্কা মাত্র ২৩ রানে।
রোববার হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১১৫/৬ (ডুমিনি ৫১, ডি ভিলিয়ার্স ১৫, মিলার ২৫; সেনানায়েকে ৩/১৪, মালিঙ্গা ১/২৫)। শ্রীলঙ্কা ১০৩/৯ (২০ ওভারে , সাঙ্গাকারা ৫৯*, ডুমিনি ৩/১৮)। ফল: দক্ষিন আফ্রিকা ১২ রানে জয়ী। ম্যাচসেরা: ডুমিনি।
Discussion about this post