রীতিমতো বিস্ময় জাগিয়ে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু মেহদী হাসান মিরাজের। ব্যাট হাতে কিছু না করতে পারলেও বল হাতে চট্টগ্রামে ম্যাজিক দেখিয়েছেন। অভিষেকেই ৫ উইকেট শিকারি ক্লাবে নাম লেখিয়েছিলেন এই স্পিনার। ঢাকার মাঠেও সেই ধারাবাহিকতা ধরে রাখলেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ১ম ইনিংসে তিনিই সফল বোলার। ৮২ রান দিয়ে নিলেন ৬ উইকেট।
তার এমন ম্যাজিক বোলিংয়ের সামনে পড়ে শনিবার মিরপুরে ২৪৪ রানে শেষ ইংল্যান্ডের ১ম ইনিংস। এর আগে ১ম ইনিংসে ২২০ রান তুলেছিল বাংলাদেশ। ২৪ রান লিড স্বাগতিকদের।
এমন কীর্তিতে নতুন একটা রেকর্ডও গড়া হয়ে গেল। মিরাজ বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই নিলেন ৫ উইকেট। এর আগে চট্টগ্রামে চট্টগ্রাম টেস্টে অভিষেক ইনিংসে ৮০ রানে ৬ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে আরেকটি উইকেট।
এর আগে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের ৬ জন বোলার। সাত নম্বরে নাম লেখান মিরাজ। তবে দ্বিতীয় টেস্টে কেউ ৫ উইকেট নিতে পারেন নি, যা করে দেখালেন অনুর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা এই স্পিনার।
জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শুরুতেই মিরাজ বুঝিয়ে দিলেন অনেক দুর যেতে চাইছেন তিনি।
Discussion about this post