এবার রেকর্ডও তার হয়ে কথা বলবে। মুশফিকুর রহীমই বাংলাদেশের সবচেয়ে সফল উইকেটকিপার। শুক্রবার টেস্টে তেমনই এক মাইলফলক পেরিয়ে নিজেকে আরো উচ্চতায় নিয়ে গেলেন তিনি। চট্টগ্রাম টেস্টে মেহেদী হাসান মিরাজের বলে স্টুয়ার্ট ব্রডের ব্যাট ছুঁয়ে আসা ক্যাচ গ্লাভস বন্ধী করেই টপকে যান খালেদ মাসুদ পাইলটকে।
টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডিসমিসাল এখন মুশফীকুর রহীমের। ৮৭ ডিসমিসাল নিয়ে শীর্ষে ছিলেন পাইলট। ৬১ টেস্ট ইনিংসে তার ক্যাচ ছিল ৭৮টি, স্টাম্পিং ৯টি। ৭৬ ইনিংসে মুশফিকের ডিসমিসাল এখন ৮৮টি। যারমধ্যে ক্যাচ ৭৭টি, ১১টি স্টাম্পিং।
আঙুলের চোট থাকায় গত মৌসুমের শেষ তিন টেস্টে কিপিং করতে পারেন নি মুশফিক। সেটা না হলে রেকর্ড আরো আগেই হয়ে যেতে পারতো তার।
২৯ বছল বয়সী মুশফিকের টেস্ট অভিষেক ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে। এখন পর্যন্ত খেলেছেন ৪৮ টেস্ট। করেছেন ২৬৫০ রান। একটি ডাবলসেঞ্চুরিও আছে তার।
Discussion about this post