ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই কথা বলে তার ব্যাট। এদিনও মনে হচ্ছিল শতরানের দেখা পেয়ে যাবেন। সেই পথেই ছিলেন তামিম ইকবাল। কিন্তু ৭৮ রানে এসে কি যে হয়ে গেল। ব্যাটে-বলে ঠিকঠাক মিলল না। ফিরে গেলেন তামিম। তারপরও চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বেশ ভাল অবস্থানেই আছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ১ম ইনিংসে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ২২১ রান।
সাকিব আল হাসান ৩১ ও নাইটওয়াচম্যান শফিউল ইসলাম শূন্য রানে ব্যাট করছেন। এরপরই ব্যাট করার অপেক্ষায় আছেন দুই ব্যাটসম্যান সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে টেস্টে লিড নেয়ার স্বপ্ন দেখতেই পারে টাইগাররা।
এর আগে ১ম ইনিংসে ২৯৩ রানে অলআউট হয়ে যায় সফরকারী ইংল্যান্ড। অভিষেক টেস্ট খেলতে নামা মিরাজ তুলে নেন ৮০ রানে ৬ উইকেট। সাকিব ও তাইজুলের শিকার ২টি করে উইকেট।
দুঃসময়ে থাকা মুশফিক শুক্রবার হাফসেঞ্চুরি প্রায় পেয়েই যাচ্ছিলেন। কিন্তু ৭৭ বলে ৪৮ রান করে আউট টাইগার অধিনায়ক। তার আগে তামিম দুর্দান্ত ব্যাট চালিয়েছেন। দলকে ঠিক পথে রেখেছেন চট্টলার এই ব্যাটসম্যান। ১১ বছর পর টেস্টে নেমে তামিমকে ফেরান গ্যারেথ ব্যাটি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৭৯ বলে ৭৮ রান করে সাজঘরের পথ ধরেন তামিম। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ৩৮।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ১০৫.৫ ওভারে ২৯৩/১০ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২, রুট ৪০, কুক ৪, ওকস ৩৬; মিরাজ ৬/৮০, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭)
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২২১/৫ ( তামিম ৭৮, ইমরুল ২১, মাহমুদউল্লাহ ৩৮, মুশফিক ৪৮, সাকিব ৩১*; মঈন ২/৬৬, স্টোকস ১/১৭)
#দ্বিতীয় দিন শেষে
Discussion about this post