বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ডামাডোলে আড়ালেই আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। তবে চতুর্থ আসর শুরু হতে বেশি দিন বাকি নেই। ৪ নভেম্বর পর্দা উঠবে ২০ ওভারের এই চার-ছক্কার লড়াই।
সেই আয়োজনকে কুমিল্লা ভিক্টোরিয়ানস অনুশীলন শুরু করে দিল মঙ্গলবার। চ্যাম্পিয়ন দল বলে কথা। প্রথমদিন বিকেএসপিতে হেড কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে দুই সেশনে ফিটনেস ও ফিল্ডিং অনুশীলন করেছে দলের খেলোয়াড়েরা।
ভিক্টোরিয়ানস দলের আইকন খেলোয়াড় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত ও নাহিদুল ইসলাম ছুটিতে আছেন। তারা ছিলেন না অনুশীলনে যোগ দেননি। ইমরুল কায়েস আর চোটের কারণে লিটন দাস ক্যাম্পে উপস্থিত হতে পারেননি। সহকারি কোচ রাজিন সালেহ এবং লজিস্টিকস ম্যানেজার আহসানউল্লাহ হাসান ক্যাম্প পরিচালনার জন্য সার্বিক তত্বাবধানে আছেন।
উদ্বোধনী দিনেই মাঠে নামবে কুমিল্লা। প্রতিপক্ষ রাজশাহী কিংস।
কুমিল্লা ভিক্টোরিয়ানস দল-
দেশি ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ শরীফ, নাবিল সামিদ, জসিম উদ্দিন, মোহাম্মদ সৈকত আলি, মোহাম্মদ আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রাসেল আল মামুন।
বিদেশি ক্রিকেটার : সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম ও আশহার জাইদি (পাকিস্তান); নুয়ান কুলাসেকেরা, থিসারা পেরেরা (শ্রীলঙ্কা) ও শাহজাইব হাসান (পাকিস্তান), নুয়ান কুলাসেকারা (শ্রীলঙ্কা), রশিদ খান (আফগানিস্তান), রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), খালেদ লতিফ (পাকিস্তান) ও জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)।
Discussion about this post