সহসা তাসকিন আহমেদের টেস্ট অভিষেকের সম্ভাবনা কম। কেননা, কোচ চন্ডিকা হাথুরুসিংহে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজে তার অভিষেকের সম্ভাবনা উড়িয়ে দিলেন। বললেন, এখন টেস্ট অভিষেক হলে ক্যারিয়ারটাই শেষ হয়ে যেতে পারে এই পেসারের।
চোটের কথা চিন্তা করেই তাকে টেস্ট ক্রিকেটে ভাবনায় নিচ্ছেন না নির্বাচকরা। যদিও ইংল্যান্ডের বিপক্ষে দুই দিনের শেষ প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে রাখা হয়েছে তাসকিনকে। তারপরই গুঞ্জন রটে চট্টগ্রাম টেস্টে জায়গা পেতে পারেন নিষেধাজ্ঞা কাটিয়ে উঠা এই পেসার। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি।
শনিবার চট্টগ্রামে হাথুরুসিংহে জানালেন, ‘দেখুন তাসকিন অনেকদিন চারদিনের ম্যাচ খেলেনি। আপনারা কি মনে করছেন ও এসেই সরাসরি জাদু দেখাবে? না, এতোটা ভাবা ঠিক হচ্ছে না।’
হাথুরু মনে করেন এখনই তাসকিনকে জাতীয় দলে নেয়াটা যৌক্তিক হবে না। বলছিলেন, ‘মাঠে চারদিন দাঁড়িয়ে থাকা, দিনে ১৫ ওভার বোলিং করার মত ব্যাপারগুলি ওর পুরোপুরি নতুন। আমি কারও ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।’
২০১৩ সালের ফেব্রুয়ারিতে বিসিএলের পর দীর্ঘ পরিসরের ম্যাচে দেখা যায়নি তাসকিনকে।
Discussion about this post