বাংলাদেশ ফুটবল যে পেছন পথে হাটছে সেটা এখন এর বলে দেয়া লাগে না। মাঠের ফলাফলই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেই সোনালী দিন শেষ। যেভাবে চলছে ফুটবল তাতে আশাবাদী হওয়ার সুযোগও যেন নেই। সোমবার তারই একটা ছায়া দেখা গেল। যে ভুটানকে হেসে-খেলে হারাতো বাংলাদেশ, সেই দলটিই এবার হারিয়ে দিল।
এশিয়ান কাপের বাছাইপর্বে ভুটানের মাঠে ৩-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগে ড্র করেছিল দল। বাছাইপর্বে উঠতে কমপক্ষে ১-১ গোলের ড্রয়ের দরকার ছিল লাল-সবুজের। কিন্তু লজ্জার হার নিয়ে দল মাঠ ছাড়ল!
ঘরের মাঠ চালিংমিথাই স্টেডিয়ামে খেলার শুরুতেই জিগমে দর্জির গোলে এগিয়ে যায় ভুটান। ২৭তম মিনিটে চেন চু ব্যবধান দ্বিগুন করেন। ৬৩তম মিনিটে মিশু ব্যবধান কমালে আশা জাগে ।
কিন্তু ৭৬তম মিনিটে সেই চেন চুর আরেক গোল রীতিমতো লজ্জায় ডোবায় দলকে।
এই হারের আগামী তিন বছর এএফসি ও ফিফার আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
Discussion about this post