ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও টিকিট কাটতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে দর্শকদের। দুই প্রক্রিয়ায় টিকেট বিক্রি হওয়ায় দুই দামে সিরিজের টিকেট কেনা লাগছে ক্রিকেটপ্রেমীদের। অনলাইনে টিকেট কিনতে হলে গুনতে হচ্ছে অন্যদের চেয়ে ২৫ টাকা বেশি। সহজ ডটকম নামের একটি ওয়েবসাইট টিকিট বিক্রির স্বস্ত পেয়েছে। কিন্তু তাদের ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা সহজ হচ্ছে না।
১৫ শতাংশ ভ্যাটের কথা বলে বাড়তি টাকা নেওয়া হচ্ছে।
টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১০০ টাকা আর সর্বোচ্চ ২০০০ টাকা। এছাড়া সাধারণ গ্যালারি ছাড়া অন্যসব গ্যালারির মূল্যতে এবার ১৫ ভাগ ভ্যাট প্রদান করতে হবে। সহজ ডটকমের (https://www.shohoz.com/) ওয়েবসাইটে বুধবার দুপুর থেকেই পাওয়া যাচ্ছে টিকিট। অনলাইনে ভ্যাটের সঙ্গে প্রত্যেক টিকিট কিনতে ২৫ টাকা করে সার্ভিস চার্জও দিতে হচ্ছে।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ শুরু হচ্ছে ৭ অক্টোবর। তার আগেই শুরু হল টিকিট বিক্রি।
সহজ ডটকম থেকে ভোটার আইডি কার্ড অথবা ফটো আইডি কার্ডের মাধ্যমে একজন সর্বোচ্চ তিনটি টিকিট কিনতে পারবেন। এজন্য লাগবে জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার। টিকিট সংগ্রহ করতে হবে পিকআপ পয়েন্ট থেকে। সেখান থেকে টিকিট সংগ্রহ করার সময় ফর্ম পূরণে ব্যবহার করা মোবাইল নাম্বারটি সঙ্গে রাখতে হবে। দেখাতে হবে আইডি কার্ড। সব মিলে গেলেই হাতে টিকিট পাবেন ক্রেতারা। আর টিকিটের মূল্য পরিশোধ করতে হবে মোবাইল ক্যাশ ও ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে।
ঢাকায় লোটোর সাতটি আউটলেটকে পিকআপ পয়েন্ট হিসেবে নির্ধারিত করা হয়েছে। অনলাইন ছাড়াও ম্যাচের দিন আউটডোর স্টেডিয়াম থেকেও টিকিট কাটতে পারবেন দর্শকরা।
Discussion about this post