অনেক দিন পর সেই ইমরুল কায়েসের দেখা মিলল। ব্যাট হাতে দাপট দেখিয়ে গেলেন এই ওপেনার। ইংল্যান্ডের বিপক্ষে তুলে নিলেন দারুণ এক শতরান। আর তাতেই স্বপ্ন দেখছিল বিসিবি একাদশ। কিন্তু মঙ্গলবারের প্রস্তুতি ম্যাচে শেষ হাসি ইংল্যান্ডের। জস বাটলার ও মঈন আলি জুটির নৈপুণ্যে ৪ উইকেট জিতল সফরকারীরা।
সকালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইমরুল কায়েসের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৯ রান করে বিসিবি একাদশ। জবাব দিতে নেমে ৪৬.১ এভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
এই ম্যাচে রানে ফিরে জাতীয় দলের একাদশে জায়গা নিশ্চিত করে নিলেন ইমরুল। সব কিছু ঠিক থাকলে ইংল্যান্ডের বিপক্ষ ৭ অক্টোবর সেরা একাদশে দেখা যাবে তাকে। তেমনি রানে ফিরলেন মুশফিকুর রহীম। হঠাৎ করেই এই দলে জায়গা করে নেন তিনি। নির্বাচকদের অনুরোধ করে ম্যাচটা খেলেছেন দুঃসময়ে থাকা মুশফিক। তিনি করেন ৫১।
নাসির হোসেনর ব্যাট থেকে আসে ৪৬ রান। বল হাতে পেসার হান্ট তারকা এবাদত নিয়েছেন দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি একাদশ: ৫০ ওভারে ৩০৯/৯ (ইমরুল ১২১, সৌম্য ৭, শান্ত ৩৬, মুশফিক ৫১, নাসির ৪৬, শুভাগত ১১, নুরুল ৮, আল আমিন জুনিয়র ৮, সানজামুল ৪*, আল আমিন ৩, রাব্বি ১*; ওকস ৩/৫২, স্টোকস ২/৩৬, উইলি ২/৬৩, রশিদ ১/৭৬)
ইংল্যান্ড: ৪৬.১ ওভারে ৩১৩/৬ (রয় ২৮, ভিন্স ৪৮, ডাকেট ২৯, বেয়ারস্টো ১১, স্টোকস ২৮, বাটলার ৮০*, মঈন ৭০, ওকস ০; এবাদত ২/২৬, সানজামুল ১/২৩, শুভাগত ১/৪২, আল আমিন ১/৬৪, রাব্বি ১/৭২)
ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী।
Discussion about this post