ইংল্যান্ডে হিম শীতল বাতাস। ঢাকার ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সফরে এসে তাইতো বেশ বিপাকেই পড়ল ইংল্যান্ড ক্রিকেট দল। ঢাকার গরমে অনুশীলনে নেমে নাজেহাল দলটির ক্রিকেটাররা। সোমবার দ্বিতীয় দিনের মতো অনুশীলন করে ইংলিশরা। তবে গরমে কারণে মঈন আলিরা ঠিকমতো অনুশীলন করতে পারেন নি।
মিরপুরের একাডেমি মাঠে সোমবার ব্যাটিং-বোলিং অনুশীলন করে ইংল্যান্ড ক্রিকেট দল। তখন দেখা গেছে দলটির ক্রিকেটাররা আইসব্যাগ ঘাড়ে চেপে ধরেছেন। গরম থেকে বাঁচতে বারবার পানি পান করতেও দেখা যায় জস বাটলার-মঈন আলিদের।
এদিন মিরপুরের একাডেমি মাঠে ইংলিশ পেসারদের হাতে বল ছিল না। মঈন ও আদিল রশিদদের স্পিন বোলিং করতে দেখা গেল।
এদিকে ইংলিশদের সঙ্গে টাইগারদের আসল লড়াই শুরু হচ্ছে ৭ অক্টোবর। সেদিন প্রথম ওয়ানডেতে মিরপুরে লড়বে তারা।
এক নজরে সিরিজের সূচি-
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
Discussion about this post