অবশেষে জাতীয় দলে মিলল আল-আমিন হোসেনের। আফগানদের বিপক্ষে সিরিজে দলে না থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত প্রথম দুই ওয়ানডের দলে আছেন এই পেসার। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংলিশদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তাতে বাদ পড়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তার জায়গায় ফিরলেন আল-আমিন।
সাড়ে আট বছর পর দলে ফিরে আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মোশাররফ হোসেন রুবেল সুযোগ পেয়ে বল হাতে যাদু দেখান। ৮ ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়ে নজর কাড়েন। তাকে রাখা হয়েছে দলে।
শফিউল ইসলাম দলে থাকলেও নেই রুবেল হোসেন। বলা দরকার ৭ অক্টোবর হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।
প্রথম দুই ওয়ানডের ১৪ সদস্যের দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আল-আমিন হোসেন এবং তাসকিন আহমেদ।
এক নজরে সিরিজের সূচি-
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
Discussion about this post