আফগানিস্তানের বিপক্ষে মাশরাফি ভক্তের কান্ডে তোলপাড় এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যে ভক্তটি খেলা চলাকালীন সময়ে মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরেছিলেন, তাকে এখনো আটকে রেখেছে মিরপুর থানা পুলিশ। একইসঙ্গে তার তিন বন্ধু যারা একসঙ্গে খেলা দেখতে গিয়েছিলেন, তাদের আটকে রাখা হয়েছে।
জানা গেছে মেহদী হাসান সৈকত নামের সেই ভক্তটিকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে মিরপুর থানা পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে অবশ্য সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তবে বিষয়টা আরো পরিস্কার হতে এই জিজ্ঞাসাবাদ চলবে।
আফগানিস্তান যখন ব্যাট করছিল তখন ২৯ ওভারের খেলার সময় ভিআইপি গ্যালারি দিয়ে মাঠে ভেতরে ঢুকে পড়েন মেহেদী হাসান। ছুটে গিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরেন। এসময় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ হয়ে যায়। খোদ ম্যাশ নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেন যাতে তাকে মারা না হয়।
নিরাপত্তার এমন ভঙ্গুর অবস্থা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এখন। ভক্তকে আগলে রাখার জন্য প্রশংসা পাচ্ছেন মাশরাফি। কিন্তু বিসিবির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে সরব ক্রিকেট ভক্তরা। ইংল্যান্ড দল যেখানে এই নিরাপত্তার অজুহাতে আসতে চাইছিল না, তখন এই ঘটনা সত্যিই বিব্রতকর।
Discussion about this post