হারিয়েই গিয়েছিলেন তিনি। এভাবে ফের ফিরে আসবেন নিজেও কি ভেবেছিলেন? সেই উত্তর অবশ্য সরাসরি দেননি মোশাররফ রুবেল। তবে হাল ছাড়েননি এই অলরাউন্ডার। খেলে গেছেন মন থেকে। তার প্রতিদানও মিলল। আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ পেলেন মোশাররফ। শনিবার মিরপুরের হোম অব ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে একাদশে থাকলেন তিনি। ব্যাট হাতে নেমে ৪ রান করেন তিনি।
প্রিমিয়ার লিগে তিনি সর্বশেষ মৌসুমে খেলেছেন জায়ান্ট দল লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। সেখানে ফের নজর কাড়েন।
এদিকে রুবেল হোসেনের জায়গা নেওয়া হয়েছে পেসার শফিউল ইসলামকে। তিনি একাদশে ফিরেছেন দুই বছর পর।
৩৫ বছর বয়সী মোশাররফ হোসেন রুবেল ২০০৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। উইকেট পেয়েছিলেন একটি। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার পুরস্কারটাই পেয়েছেন তিনি। অন্যদিকে শফিউল শেষ ওয়ানডে খেলেছেন ২০১৪ সালের নভেম্বরে। তিনিও ঘরোয়া ম্যাচে ভাল খেলে নির্বাচকদের নজর কেড়েছেন।
এদিকে শনিবার আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে তুলে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ২৭৯ রান।
Discussion about this post