সত্যিকার অর্থেই ঢাকা এখন ক্রিকেট নগরী। আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে সিরিজের শেষ ওয়ানডে খেলার আগেই পা রাখছে ইংল্যান্ড। এবার লম্বা সফর সূচি। পূর্নাঙ্গ সিরিজ খেলতে শুক্রবার রাতেই ঢাকা চলে আসছে ইংলিশরা। মাশরাফি-মুশফিকদের সঙ্গে জমবে এবার তাদের লড়াই।
এসেই মাঠে নেমে পড়ছে। শনিবারই ঘাম ঝরাবে দলটি। নিরাপত্তার শঙ্কা এমনই ঝেঁকে বসেছিল যে মনে হচ্ছিল ইংল্যান্ড বাংলাদেশে আসবে না। কিন্তু নিরাপত্তা পর্যবেক্ষকদের সবুজ সঙ্কেতের পর শঙ্কা কাটে। রাস্ট্রনায়কদের মতোই নিরাপত্তা পাবে দলটি।
আগামী ৩ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপরই ওয়ানডে ও টেস্ট সিরিজে টাইগারদের মুখোমুখি হবে সফরকারীরা।
এক নজরে সিরিজের সূচি-
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
ওয়ানডের ইংল্যান্ড দল-
জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জেইক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস ও স্টিভেন ফিন।
টেস্টের ইংল্যান্ড দল-
অ্যালেস্টার কুক, মইন আলি, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, জেইক বল, গ্যারি ব্যালান্স, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস ও ক্রিস ওকস।
Discussion about this post