টেস্ট র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান দলের স্মারক ‘রাজদন্ড’ বুঝে পেলেন মিসবাহ উল হক। মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান অধিনায়কের হাতে সেই স্মারক তুলে দেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। কিছুদিন আগে ভারতকে টপকে র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান দল হয়েছিল পাকিস্তান।
টেস্ট র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্বের স্মারক গ্রহণ অনুষ্ঠানে শিগগিরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বলে আশার কথা শোনান মিসবাহ। ২০০৩ সালে অফিসিয়াল র্যাঙ্কিং চালু হওয়ার পর প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল পাকিস্তান। গত এক দশকেরও বেশি সময়ে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত ঘুরে-ফিরে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল।
১১১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে রয়েছে দলটি। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ৯৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা পঞ্চম এবং সমান ৯৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
বাংলাদেশ ৫৭ পয়েন্ট নিয়ে যথারীতি নয় নম্বরে রয়েছে। টাইগারদের দলের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে আটে ওয়েস্ট ইন্ডিজ।
Discussion about this post