শক্তিশালী দল নিয়েই শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। নতুন আর অভিজ্ঞদের মিশলে গড়া দলটি নিশ্চিত করেই বড় চ্যালেঞ্জ জানাবে টাইগারদের। মজার ব্যাপার হল এই দলে আছেন এক দশকেরও বেশি সময় আগে টেস্ট খেলা অফ স্পিনার গ্যারেথ ব্যাটি। সঙ্গে তিন তরুন ক্রিকেটার। যারা অভিষেকের জন্য মুখিয়ে আছেন।
অ্যালিয়েস্টার কুকের নেতৃত্বে ১৭ সদস্যের দলে সেই তরুন ক্রিকেটাররা হলেন- উদ্বোধনী ব্যাটসম্যান হাসিব হামিদ, উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেন ডাকেট এবং অলরাউন্ডার জাফর আনসারি।
বলা দরকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আফগানিস্তান দল ২১ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে । ২৩ সেপ্টেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সিরিজের ওয়ানডে তিনটি হবে যথাক্রমে ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।
৩০ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। তাদের সঙ্গে ৩ ম্যাচ ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগাররা।
ইংল্যান্ডের ওয়ানডে দল-
জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, বেন ডাকেট, জেমস ভিন্স, স্যাম বিলিংস, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড, জনি বেয়ারস্টো, লিয়াম ডসন, লিয়াম প্লাঙ্কেট ও জ্যাক বল।
ইংল্যান্ডের টেস্ট দল-
অ্যালিস্টার কুক (অধিনায়ক), হাসিব হামিদ, জো রুট, গ্যারি ব্যালান্স, মঈন আলী, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, জস বাটলার, স্টিভেন ফিন, মার্ক উড, আদিল রশিদ, গ্যারেথ ব্যাটি, জাফর আনসারি, বেন ডাকেট।
Discussion about this post