এইতো কিছুদিন আগেই দুটো আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একটিতে ড্রয়ের পিঠে অন্যটিতে বড় ব্যবধানে হার। তারই ছায়া থাকল ফিফা র্যাঙ্কিংয়েও। দুই ধাপ নিচে নেমে গেল দল। তবে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।
ঈদের আগেই মালদ্বীপের কাছে প্রীতি ম্যাচে ০-৫ গোলের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এরপর ভুটানের সঙ্গে এশিয়ান কাপের বাছাইপর্বে ওঠার প্লে-অফের প্রথম লেগে ড্র করে লাল-সবুজরা। তাতেই বৃহস্পতিবার ঘোষিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৩ থেকে ১৮৫তম স্থানে নেমে গেছে বাংলাদেশ ফুটবল দল
শীর্ষস্থানেই আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপরই বেলজিয়াম। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আছে তিনে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পাঁচ ধাপ উন্নতি হয়েছে। কলম্বিয়ার সঙ্গে যুগ্মভাবে চার নম্বরে আছে নেইমারের দেশ।
এদিকে বাংলাদেশকে বড় ব্যবধানে হারানো মালদ্বীপ ৯ ধাপ এগিয়ে ১৬৫তম স্থানে উঠে এসেছে। হেমন্ত বিশ্বাসদের সঙ্গে ড্র করা ভুটান তিন ধাপ এগিয়ে আছে ১৮৯ নম্বরে আছে।
Discussion about this post