এবার টি-টুয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডারের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। গ্লেন ম্যাক্সওয়েল উঠে গেছেন শীর্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে মোট ২২১ রান করেন ম্যাক্সওয়েল। তাতেই নাম্বার ওয়ান। ৩৮৮ পয়েন্ট নিয়ে টি-টুয়েন্টিতে অলরাউন্ডারের তালিকায় এক নম্বরে ম্যাক্সওয়েল।
৩৪৬ পয়েন্ট নিয়ে সাকিব দুই নম্বরে। তৃতীয় স্থানে শহীদ আফ্রিদি।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টুয়েন্টির র্যাঙ্কিং হালনাগাদ করেছে। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, নিউজিল্যান্ড যথারীতি শীর্ষেই রয়েছে। দ্বিতীয় স্থানে ভারত। বাংলাদেশ আফগানিস্তানের পেছনে থেকে যথারীতি দশ নম্বরেই আছে।
সর্বোচ্চ ১৩২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। এরপরই আছে যথাক্রমে- ভারত (১২৬), ওয়েস্ট ইন্ডিজ (১২৫), দক্ষিণ আফ্রিকা (১১৯), অস্ট্রেলিয়া (১১৪), ইংল্যান্ড (১১৩), পাকিস্তান (১০৭), শ্রীলঙ্কা (৯৪), আফগানিস্তান (৭৮) ও বাংলাদেশ (৭৪)।
Discussion about this post