এইতো দিন কয়েক আগেই বাবা হারিয়েছেন তিনি। সেই দুঃখ কাটিয়ে উঠা সহজ নয়। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। শোক চাপা দিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে প্রস্তুত হতে হচ্ছে আরাফাত সানিকে। সবকিছু ঠিক থাকলে ৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যাচ্ছেন টাইগার এই অফস্পিনার। একইদিনে যাবেন তাসকিন আহমেদ।
বিসিবি সুত্রে জানা গেছে- ৮ সেপ্টেম্বর ব্রিসবেনের অ্যাকশন পরীক্ষাগারে তাসকিন-সানি বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন।
তার আগে মিরপুরের হোম অব ক্রিকেটে আরাফাত সানি মুখোমুখি হলেন সাংবাদিকদের। এই স্পিনার বলেন, ‘৫ সেপ্টেম্বর রাতে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে অস্ট্রেলিয়া যাচ্ছি। আমার সাথে তাসকিনও যাবে। তবে দুইজনের ফ্লাইট একটু আগে পরে হবে হয়তো।’
অবৈধ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেতে বেশ কষ্ট করছেন আরাফাত সানি। নিয়মিত পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ এই বাঁহাতি অফস্পিনার। বললেন, ‘বোলিংয়ের ওপরই নজর দিচ্ছি আমি। এটা থেকে মুক্ত হতে যা যা করার দরকার তাই করছি।’
এইতো এই বছর ভারতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর চলাকালেই অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হন বাংলাদেশের দুই বোলার তাসকিন ও সানি। সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে ব্রিসবেনে আইসিসির অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন তারা। পরীক্ষায় পাশ করলেই উঠে যাবে নিষেধাজ্ঞা।
Discussion about this post