শেষ ওয়ানডে খেলে ফেললেন তিলকারত্নে দিলশান। অবশ্য বিদায়ের বয়সটাও হয়ে গেছে। ৩৯ পেরিয়ে গেছেন। তাইতো কেউ কিছু বলার আগে থামলেন এই তারকা ক্রিকেটার। রোববার নিজের শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে ফেলেন দিলশান। তার সেই বিখ্যাত ‘দিলস্কুপ’ শট মিস করবেন ভক্তরা।
শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ শেষেই ওয়ানডেকে বিদায় জানানোর কথা বলেছিলেন দিলশান। রোববার ডাম্বুলায় সেই শেষ ম্যাচের আগে সতীর্থরা গার্ড অব অনার দেন তাকে। শেষটা মন্দ হল না। ৬৫ বলে ৪২ রান করলেন।
আন্তর্জাতিক ক্রিকেটকে দিলশান পুরোপুরি বিদায় জানাবেন আগামী ৯ সেপ্টেম্বর। সেদিন টি-টুয়েন্টি থেকেও সরে দাড়াবেন তিনি। বলা দরকার, ২০১৩ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান দিলশান।
শ্রীলঙ্কার হয়ে ৩২৯ ওয়ানডেতে ১০২৪৮ রান ও ৮৭ টেস্টে ৫৪৯২ রান করেছেন। ৭৮ টি-টুয়েন্টিতে ১৮৮৪ রান করেন দিলশান।
২০১৫ সালে এক বছরে ৫২.৪৭ গড়ে ১২০৭ রান করেন তিনি। সেই ক্রিকেটারটি এখন বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগ খেলা নিয়েই ব্যস্ত থাকবেন।
Discussion about this post