তিনি ট্র্যাকে নামবেন আর সোনার পদকটাও জিতবেন, এটা যেন অলিম্পিক আসরগুলোতে নিয়মিত দৃশ্য হয়ে গেছে। এবারো তাই হল। টানা তৃতীয়বারের মতো গ্রেটেস্ট শো অন আর্থের ১০০ মিটার স্প্রিন্টে সোনার পদক জিতলেন উসাইন বোল্ট।
রিও অলিম্পিকে সোমবার বাংলাদেশ সময় সকালে দ্রুততম মানবের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনের স্বপ্ন ভেঙ্গে স্বর্নপদক জিতলেন বোল্ট। অলিম্পিকের ট্র্যাকে ১০০ মিটার স্প্রিন্টসহ অন্র ব্যাক্তিগত ইভেন্টে এর আগে টানা তিনটি সোনা জিততে পারেনি কোনো অ্যাথলেট।
এবার বোল্ট ১০০ মিটার সময় নিলেন ৯.৮১ সেকেন্ডে। গ্যাটলিনের টাইমিং ৯.৮৯ সেকেন্ড। ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ কানাডার অঁদ্রে দে গ্রাসের।
ক্যারিয়ারের শেষ অলিম্পিকে যোগ দিচ্ছেন এমন ঘোষণা দিয়েই রিওতে এসেছিলেন ২৯ বছর বয়সী এই মহাতারকা। ১০০ মিটার স্প্রিন্টে বোল্টের সেরা টাইমিং ৯.৫৮ সেকেন্ড। ২০০৯ সালে জার্মানির বার্লিনে করেছিলেন সেটা। তার দ্বিতীয় সর্বোচ্চ ৯.৬৩ সেকেন্ডের রেকর্ডটিই এখনো পর্যন্ত টপকাতে পারেনি কেউ।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বোল্ট জানিয়েছিলেন ২০১৭ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শেষেই অ্যাথলেটিকস থেকে অবসর নেবেন এই জ্যামাইকান। তবে তার আগেই সর্বকালের সেরা অ্যাথলিটদের একজন হয়ে গেছেন বোল্ট।
Discussion about this post