নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার দিনই সুখবর পেলেন মোহাম্মদ আশরাফুল। এখন বিপিএল ছাড়া সব ঘরোয়া টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন এক সময়ের এই তারকা ক্রিকেটার। ইংল্যান্ড থেকে শনিবার দেশে ফিরেই মিলল এমন সুখবর। আবারো প্রিয় অঙ্গনে ফিরতে পারার খবরে দারুণ খুশি আশরাফুল। ইএসপিএন-ক্রিকইনফোকে বললেন, ‘আমি আরো দশবছর খেলতে চাই।’ উদাহরন হিসেবে পাকিস্তানের মিসবাহ উল হকের কথা বললেন। যিনি চল্লিশ ছাড়িয়েও প্রানবন্ত। অ্যাশের বয়স এখন ৩২।
৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি-টুয়েন্টি খেলা আশরাফুলের অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সময় লাগবে। দুই বছরের আগে ম্যাচ খেলার অনুমতি মিলবে না। তেমনটা এর আগেই জানিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে বিপিএলে খেলার সুযোগও পাবেন না তিনি।
২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ে নিষিদ্ধ হন আশরাফুল। যে অভিযোগ মেনে নেয়ার পর ৮ বছর নিষিদ্ধ হন সাবেক এই অধিনায়ক। পরে রায়ের বিরুদ্ধে আপিল করলে শাস্তির মেয়াদ তিন বছর কমে দাড়ায়। সেটি শেষ হল ১৩ আগষ্ট।
আন্তর্জাতিক ক্রিকেটে আরও দুই বছর নিষিদ্ধ থাকতে হবে সাবেক এই টাইগারকে। শনিবার এমনটি জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী। তিনি বলেন, ‘আশরাফুল বিপিএল বা এই ধরনের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কোনো টুর্নামেন্টে খেলতে পারবে না। তবে অন্য ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিতে তার কোনো বাধা নেই।’
বিপিএলে খেলা নিয়ে নিজাম উদ্দীন চৌধুরী বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে আশরাফুল খেলতে পারবে কিনা, এমনটি জানতে চেয়ে এরই মধ্যে আইসিসিকে একটি মেইল পাঠিয়েছে বিসিবি। উত্তর পেলেই ব্যাপারটি পরিষ্কার হবে।’
তারপরও এটা ইতিবাচক যে টেস্টের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান ফের মাঠে নামার সুযোগ পাবেন। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে মিলতেও পারে জাতীয় দলের টিকিট।
Discussion about this post