তিনি শুধু বাংলাদেশ ক্রিকেটেরই বিজ্ঞাপন নন, আন্তর্জাতিক ক্রিকেটেরও বড় তারকা। মাঠের নৈপুন্যের মতো মাঠের বাইরেও সাকিব আল হাসান বড় তারকা। ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে উন্মাদনা যেন নিয়মিত ঘটনা। তারই ধারাবাহিকতায় ফেসবুকে এই অলরাউন্ডারের ভক্তসংখ্যা ৯০ লাখ পেরিয়েছে। তারই উপলক্ষে নিজের অফিশিয়াল পেজে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।
সেন্ট কিটসের টিম হোটেলের বাইরে সৈকতের রেস্তোরাঁয় বসে লাইভ ভিডিও বার্তায় সাকিব বলেছেন, ‘ভক্তসংখ্যা ৯০ লাখে পৌঁছানোর জন্য ধন্যবাদ জানাই। যাঁরা আমাকে সমর্থন করেছেন, আশা করি সামনে আমাকে আরও সমর্থন করবেন। অবশ্যই বাংলাদেশ দলকেও সমর্থন করবেন।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে এক মাসের বেশি সময় ধরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আছে সাকিব। চ্যাম্পিয়ন হয়েছে তার দল জ্যামাইকা তালওয়াস। মিশন শেষ। এবার বাড়ি ফিরতে ব্যাকুল সাকিব। বললেন, ‘বাসায় যাব ভেবে রোমাঞ্চিত। এক মাসের বেশি হয়ে গেলে আমি ঘরকাতর হয়ে যাই। ৩০ দিনের বেশি থাকতে পারি না কোথাও। তাড়াতাড়ি দেশে যাব ইনশাআল্লাহ।’
গত ৬ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পূর্ণ হয়েছে বিশ্বসেরা এই তারকার। এনিয়ে তিনি বলছিলেন, ‘সময়টা এত তাড়াতাড়ি গেল বোঝা মুশকিল! এখনো মনে আছে, হারারেতে অভিষেক ম্যাচে প্রথম উইকেট, প্রথম রান কীভাবে করেছি। সেদিন কত নার্ভাস ছিলাম আমি! মনে হয়, এটা কদিনের কথা। দেখতে দেখতে ১০ বছর হয়ে গেল। ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই ছিল। সব সময় আমার সঙ্গে ছিলেন, আমাকে সমর্থন করেছেন। ধন্যবাদ সবাইকে।’
দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। বললেন, ‘দেশে ফিরে কয়েকদিনের ছুটি। এরপর ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি। আশা করি, খুব ভালো সময় কাটবে আমাদের ইংল্যান্ডের সঙ্গে। দেশে সবাই ট্রেনিং করছে। ওদের সঙ্গে আমার ফিটনেস লেভেলও ধরে রাখতে হবে।’
এবারের সিপিএল খারাপ কাটেনি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১৩ ম্যাচে ২২.৮৫ গড়ে ১৬০ রান করেছেন। এছাড়া সমান ম্যাচে ওভারপ্রতি ৬.৯৪ রান খরচায় ১৯.৬৬ গড়ে ১২ উইকেট নিয়েছেন তিনি।
Discussion about this post