মুস্তাফিজ আইপিএল জেতার স্বাদ নিয়ে ফিরেছিলেন দেশে। এবার বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ঢাকায় ফিরবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) জয়ের তৃপ্তি নিয়ে। ফাইনালে গায়ানা অ্যামাজনকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে সাকিবের জ্যামাইকা।
এ নিয়ে তিনবার রানার্সআপ হলো গায়ানা। সর্বশেষ ২০১৩ সালে তাদের হারিয়েই প্রথম ট্রফি জিতেছিল জ্যামাইকা।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুবার আইপিএল ট্রফি জিতেছেন সাকিব। এবার সিপিএলের শিরোপাও পেলেন এই তারকা অলরাউন্ডার।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সোমবার ভোরে ইমাদ ও সাকিবের বোলিং ম্যাজিকে ১৬.১ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় গায়ানা অ্যামাজন। এরপর সেই ছোট লক্ষ্য ১ উইকেট হারিয়ে ৪৩ বল বাকি তুলে নেয় সাকিবের দল জ্যামাইকা।
ইমাদ ২১ রানের বিনিময়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। সাকিব ২৫ রানে দুটি উইলিয়ামস ১২ রানে নেন সমান দুটি উইকেট।
পরিসংখ্যান বলছে সব মিলিয়ে এবারের সিপিএল খারাপা কাটেনি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১৩ ম্যাচে ২২.৮৫ গড়ে ১৬০ রান করেছেন। এছাড়া সমান ম্যাচে ওভারপ্রতি ৬.৯৪ রান খরচায় ১৯.৬৬ গড়ে ১২ উইকেট নিয়েছেন তিনি।
Discussion about this post