ফের তারকা ক্রিকেটারদের পদচারনায় মুখর হয়ে উঠল মিরপুর শেরেবাংলার হোম অব ক্রিকেট। বুধবার সকাল থেকেই শুরু। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া বাকী সব তারকারাই হাজির ছিলেন ক্যাম্পের প্রথম দিন। সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব। কাউন্টি খেলতে বুধবার সকালে ইংল্যান্ডের পথ ধরেছেন মুস্তাফিজ।
যদিও যে ইংল্যান্ডের জন্য প্রস্তুত হতে শুরু করেছেন টাইগাররা, সেই দলটিরই আসা শঙ্কায় পড়েছে। গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলার পর নড়েচড়ে বসেছেন দেশটির ক্রিকেট কর্তারা। যদিও আশাবাদী মাশরাফি বিন মর্তুজা।সিরিজ নিয়ে সব শঙ্কা উড়িয়ে দেওয়ার কথা বলেছেন টাইগারদের রঙিন পোশাকের অধিনায়ক।
মিরপুর ক্রিকেট একাডেমি ভবনের জিমনেশিয়ামে জাতীয় দলের খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্পের ফাঁকে কথা বলেন মাশরাফি। সব শঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘দেখুন, দুই দেশের বোর্ড নিজেদের মাঝে কী আলোচনা করছে সেটি আমরা জানি না। তবে ইংল্যান্ডকে আনতে বিসিবি সর্বোচ্চ চেষ্টাই করবে। তারা সময়মতো বাংলাদেশে আসবে বলে আমি খুবই আশাবাদী।’
দুটি টেস্ট ও তিন ওয়ানডের সিরিজটি খেলতে ইংল্যান্ডের বাংলাদেশে আসার কথা আগামী ৩০ সেপ্টেম্বর। এনিয়ে ম্যাশ বললেন, ‘বাংলাদেশের মানুষ সব দেশের ক্রিকেটারদেরই সম্মান করে, সব দলের খেলা দেখে। ক্রিকেটের এই সংস্কৃতি ধরে রাখতেই ইংল্যান্ড দলের এখানে আসা উচিত।’
কন্ডিশনিং ক্যাম্পের শুরুতে ট্রেনার মারিও ভিল্লাভারায়নের থাকার কথা থাকলেও তিনি আসেন নি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল নেই। স্থানীয় ট্রেনাররা আপাতত পরিচর্যা করছেন মাশরাফিদের।
ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড-
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, সাব্বির রহমান রুম্মান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহিদ, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন।
Discussion about this post