একেই বলে চমক। ইয়াসির শাহ ক্রিকেটের সেরা ভেন্যুতে বোলিংয়ে বিস্ময় জাগালেন। লর্ডসের সবুজ ঘাসে স্রোতের বিপরীতে লড়ে গেলেন তিনি। পেসারদের টেক্কা দিয়ে স্পিন যাদু দেখালেন। তাতেই ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিতে গিয়ে দারুণ এক বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানি লেগ-স্পিনার।
ক্রিকেটের জন্মভূমি বলে পরিচিত লর্ডসে ১৩তম টেস্ট খেলতে নামেন ইয়াসির। সেখানে ৭২ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। তাতেই তার উইকেটসংখ্যা দাড়ায় ৮২-তে। ক্যারিয়ারের প্রথম ১৩ টেস্টে এটাই কোনো বোলারের সর্বোচ্চ উইকেট লাভের বিশ্বরেকর্ড।
ক্যারিয়ারের প্রথম ১৩ ম্যাচে সর্বোচ্চ ৮১ উইকেট নেয়ার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার সাবেক পেসার চার্লি টার্নারের দখলে। ১৮৯৩ সালে তিনি এই কীর্তি গড়েন। ১২৩ বছর পর টার্নারকে টপকে বিশ্বরেকর্ড গড়েন ইয়াসির।
ইতিহাস জানাচ্ছে- প্রায় পাঁচ দশক পর প্রথম কোনো লেগ-স্পিনার হিসেবে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন ইয়াসির। এর আগে ১৯৬৭ সালে সাবেক ভারতীয় লেগ-স্পিনার ভাগাওয়াত চন্দ্রশেখর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১২৭ রান দিয়ে ৫ উইকেট নেন।
Discussion about this post