গুলশান ট্র্যাজেডির প্রভাব এবার ক্রীড়াঙ্গনেও বুঝি পড়ছে। হঠাৎ ঘঠে যাওয়া সেই দুর্ঘটনায় স্বস্তিতে নেই গোটা দেশ। এরইমধ্যে শোনা গেল এক অনিশ্চয়তার খবর। গুলশান হামলার জেরে বাংলাদেশ সফর নিয়ে নতুন করে ভাবতে শুরু করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আলোচিত সেই সন্ত্রাসী হামলার ঘটনায় ছয় হামলাকারীসহ ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। গত শুক্র ও শনিবারের এই হামলার ভয়াবহতার কারণে ইংল্যান্ডের বাংলাদেশ সফর প্রশ্নের মুখে পড়েছে।
এর আগে নিরাপত্তাজনিত কারণে এর আগে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল বাংলাদেশ সফর করেনি।
বাংলাদেশ সফর নিয়ে বিদেশ ও কমনওয়েলথ অফিস এবং নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসিবি। এর আগে গত বছরের অক্টোবরে নিরাপত্তা শঙ্কার কারণে দুই দফা বাংলাদেশ সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। একইসঙ্গে অন্যান্য দল অংশ নিলেও অস্ট্রেলিয়া যুব দল বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে সরে দাড়ায়।
২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী হামলার পর ভারত সফরের মাঝপথে দেশে ফিরে যায় ইংল্যান্ড। তবে এরপর পুনরায় ভারতে এসে চেন্নাই ও মোহালিতে দুটি টেস্ট খেলে ইংলিশরা।
এর আগে জানা গেছে- আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড। এরপর ৪ অক্টোবর ফতুল্লায় অনুশীলন ম্যাচ খেলবে দলটি। এদিকে দুই দলের মুল সিরিজ শুরু হবে ৭ অক্টোবর ওয়ানডে দিয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে। এরপর ৯ অক্টোবর একই মাঠে হবে বাংলাদেশ-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে। এছাড়া সিরিজের শেষ ওয়ানডেটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।
এরপর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি হবে ২০ অক্টোবর চট্টগ্রামে। ২৮ নভেম্বর মিরপুরে হবে সিরিজের শেষ টেস্ট।
Discussion about this post