এবার শুরু হয়ে গেল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) উত্তেজনা। চতুর্থ আসর শুরু বুধবার রাত থেকে। কুইন্স পার্ক ওভালের সেই ম্যাচে মুখোমুখি ত্রিনবাগো নাইট রাইডার্স এবং সেন্ট লুসিয়া জৌকস।
এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। দলগুলো হল-জ্যামাইকা, বার্বাডোস, গুয়ানা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট লুসিয়া এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস। টুর্ণামেন্টে সর্বমোট ৩৪ টি ম্যাচ হবে। ৭ আগষ্ট ফাইনাল।
সিপিএলে জ্যামাইকা বাংলাদেশের সাকিব আল হাসানকে ১ লাখ ১০ হাজার ডলারে জ্যামাইকা তালাওয়াস কিনেছে। সিপিএলের খেলোয়াড় ড্রাফটে ১ লাখ ১০ হাজার ডলারে সাকিবকে নিয়েছে দলটি। এই লিগ খেলতে তিনি দেশ ছাড়বেন ২৬ জুন।
বাংলাদেশী সুপারস্টার সাকিব আল হাসান ইতিমধ্যে পৌঁছে গেছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।
চলুন দেখে নেই এবারের সিপিএল দেখাবে কোন কোন চ্যানেল-
অস্ট্রেলিয়া- ফক্স স্পোর্টস
ক্যারিবিয়ান- ইএসপিএন এবং গার্ডিয়ান মিডিয়া গ্রুপ
ভারত- সনি সিক্স
মধ্যপ্রাচ্য- ওএসএন
নিউজিল্যান্ড- স্কাই নিউ জিল্যান্ড
পাকিস্তান- কোনো সম্প্রচার চ্যানেল নেই।
দক্ষিন আফ্রিকা- সুপারস্পোর্ট
শ্রীলংকা- সনি সিক্স
যুক্তরাজ্য- ডেভ
আমেরিকা- ইএসপিএন
Discussion about this post