সুযোগ পেলেই হল ছুটি নিয়ে সোজা দেশে চলে যান তিনি। অাবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বেশ উদার তার ব্যাপারে। তাইতো চন্ডিকা হাথুরুসিংহের ছুটি নিয়ে কখনোই তেমন আপত্তি করেনি। সেই প্রশ্রয়েই কীনা ফের ছুটিতে গেলেন জাতীয় দলের এই কোচ।
প্রায় দুই মাস ছুটি কাটিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন গত ১ জুন। এরপর অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগের কিছু খেলা দেখেছেন তিনি। তারপর ভুমিকা রেখেছেন বিতর্কিত দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি গঠনে। সেই পালা শেষে গত ১৯ জুন আবারও অস্ট্রেলিয়ায় চলে গেছেন বাংলাদেশ দলের কোচ।
ফের কবে ফিরবেন হাথুরুসিংহে? বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে সংবাদ মাধ্যম থেকে প্রশ্নটা করা হলেও স্পষ্ট কোন উত্তর তিনি দিতে পারেননি। তিনি শুধু জানিয়েছেন, ‘আগামী মাসের ১৭ তারিখ পর্যন্ত ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে। এরপরই ক্যাম্প শুরু। কোচ তার আগেই চলে আসবেন।’
বিসিবির সঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহের যে চুক্তি হয়েছিল তাতে উল্লেখ ছিল, বছরে ৬০ দিন ছুটি পাবেন তিনি। তবে চুক্তিতে থাকলেও গত দুই’বছরে লংকান এই কোচ ছুটি কাটিয়েছেন প্রায় ২২০ দিন!
এদিকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তিতে কোচের ছুটি-ছাটার বিষয়গুলো নতুনভাবে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে বিসিবি। তবে সবসময়ই বোর্ড প্রধান নাজমুল হাসানের প্রিয়পাত্র হিসেবেই থাকছে হাথুরু।
Discussion about this post