বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলছে অস্থিরতা। বিতর্কিত দ্বি-স্তর নির্বাচক কমিটি নিয়ে সরব সংবাদমাধ্যম। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগের অনিয়ম ও নানা বিতর্কের খবর মাসখানেক ধরেই প্রকাশ পাচ্ছে ঢাকার মিডিয়াতে। তাতে ক্ষেপেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দেশের ক্রিকেটে কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেই দায় সংবাদমাধ্যমকেও নিতে হবে।
এ মুহুর্তে দেশের ক্রিকেটাঙ্গন উত্তপ্ত নানা বিতর্ক নিয়ে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নানা অনিয়ম, পাপনের ক্লাব আবাহনীকে নানা বাড়তি সুবিধা দেওয়ার খবর উঠে আসছে সংবাদমাধ্যমে। আবার জাতীয় দলের নির্বাচক কমিটির কাঠামো বদল নিয়েও অনেক কথা হচ্ছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিসিবি প্রধান। স্থগিত ম্যাচ রেখেই আবাহনীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হল। পাপন বলেন, ‘দেখুন, কমিটির সুপারিশের পর আর খেলার দরকার ছিল না। দরকার হয় না। কিন্তু আপনারা (সংবাদকর্মীরা) অনেকে দেখি একটার পর একটা খুঁত বের করতেই থাকেন। অনেকে বলবে আবাহনী না খেলেই চ্যাম্পিয়ন!’
একই সঙ্গে পাপন বলেন, ‘কোনো না কোনোভাবে আমাদের জড়ানো হবেই। টক শোগুলোতে যা দেখি, শুনি, আমি তো কিছুই বুঝি না। আমার মাথায় তো কিছুই ঢোকে না।’
লিগে বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচটি মাঠ বৃ্ষ্টিতে ভেজা থাকায় দুই দিনেও খেলা সম্ভব হয়নি। সংবাদমাধ্যমগুলোতে অভিযোগ আছে, ব্রাদার্সকে রেলিগেশন থেকে বাঁচাতে মাঠ ভেজা থাকার প্রহসন সাজানো হয়েছিল। এনিয়ে বিসিবি প্রধান বলেন ‘আশ্চর্য, এর আগে কি ক্রিকেট ইতিহাসে কোনো দিন মাঠ খেলার অনুপযুক্ত হয়নি? বৃষ্টিতে খেলা বন্ধ হয়নি? আমি নিজে শুনেছি যে অনেকে বলছে, আরেকটা ক্লাব এসে মাঠে পানি ঢেলে গেছে। আমরা কি প্রাগৈতিহাসিক যুগে পড়ে আছি?’
এমনিতে বিকেএসপির মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো ছিল, বৃষ্টির পরিমাণও বেশি ছিল না। যেদিন ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়, সেদিন মাঠের কিউরেটরকে খুঁজে পায়নি সংবাদকর্মীরা। মজার ব্যাপার হল- পাশের মাঠে আবার ঠিকই খেলা হয়েছে। এনিয়ে বিসিবি বস বলেন, ‘আপনারা কি বলবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এর দায়দায়িত্ব আপনারাও এড়াতে পারবেন না ভবিষ্যতে। এর জন্য যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হলে আপনারা দায় এড়াতে পারবেন না। আপনারা সব দোষ আমাদের ওপর চাপিয়ে দেবেন, আমাদের আন্তর্জাতিকভাবে ও স্থানীয়ভাবে চাপে ফেলবেন, এটা হয় না।’
ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিংয়ের মান, বড় ম্যাচে অখ্যাত আম্পায়ারদের দিয়ে পরিচালনা ও নানা বিতর্ক নিয়ে সংবাদমাধ্যমের নানা প্রতিবেদনেও ক্ষোভ ঝারলেন পাপন। বললেন, ‘ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে কিছু হয় নাই? আমাদের এখানে প্রশ্ন কেন? আর আমাদের সময়ই কেন? আশ্চর্য কথা বলেন আপনারা। আমাদের এখানে একটা ঘরোয়া খেলাতে যে হুলস্থুল হচ্ছে, আর যা কী যে বলব, কোনো ভাষা নেই আমার। আপনাদের আমার ওপর কোনো আস্থা নেই।’
নাজমুলের এমন প্রতিক্রিয়া অবশ্য ভাল ভাবে নেয়নি সংবাদমাধ্যমগুলো।
Discussion about this post