বাবা দিবস নিয়ে অন্তর্জালে উন্মাদনার শেষ নেই। তারকা থেকে আম জনতা সবাই স্মৃতির বারান্দা ধরে হেটে বেড়াচ্ছেন। উঠে আসছে পুরনো দিনের কথা। কারণ একটাই দিনটা যে বাবাদের। মুশফিকুর রহীমও এই উৎসবে একাত্ম হলেন। বাবা মাহবুব হামিদকে অভিনন্দন জানালেন। এমন কী ফেসবুক, টুইটারেরও সেই বার্তাটুকু দিলেন টাইগারদের সাদা পোশাকের অধিনায়ক।
মুশফিক বললেন বাবা তার কাছে ‘সুপার হিরো’। বলছিলেন, ‘আজ আপনাদেরকে আমি এমন একজন মানুষের কথা বলবো… আমার এতদূর আসার পেছনে তার অবদানই হয়তো সব থেকে বেশি। ছোট বেলা থেকে সে আমাকে শিখিয়েছেন একজন ‘হিরো’ হতে গেলে, শুধু ভালো খেললেই হবেনা… বরং একজন ভালো মানুষও হতে হবে। তিনি আমাকে দেখিয়েছেন সব বাঁধা পেরিয়ে লক্ষে পৌঁছানোর রাস্তা। খারাপ সময়ে ভেঙে পরলে যুগিয়েছেন সাহস। তিনি আমার বাবা… আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, আমার জীবনের সত্যিকারের ‘হিরো।’ অনেক ভালবাসি তোমাকে বাবা! বিশ্বের সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।’
ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে আরেক ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে সেরা মানুষটা যে জীবনের সব পরিস্থিতিতে আমার পাশে থেকেছে তাকে শুভেচ্ছা।ধন্যবাদ বাবা, তুমি আমার জন্য সবসময় শুধু ভালোটাই চেয়েছ। বিশ্বের সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।’
আবার সাকিব আল হাসানের স্ত্রী শিশিরের পেইজে দেখা গেল একটি ছবি। যেখানে সাকিবের কোলে তার কন্যা। বাবা-মেয়ের এইতো রসায়ন। ভালবাসার গল্প যে ফুরোবার নয়।
Discussion about this post