ইমরান তাহির একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন! বুধবার দক্ষিণ আফ্রিকার এই স্পিনার তার যোগ্যতার পরিধিটা দেখিয়ে দিলেন আরো একবার। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় ক্রিকেটে বল হাতে যাদুর মায়া দেখালেন।বুধবার রাতে ৯ ওভারে ৪৫ রানে নিলেন ৭ উইকেট! তাইতো ৩৪৩ রান তুলে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতল ১৩৯ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন রীতিমতো ইতিহাস গড়লেন। দেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে নিলেন ৭ উইকেট। একইসঙ্গে সবচেয়ে কম ম্যাচে প্রবেশ করলেন ১০০ উইকেট ক্লাবে।
এর আগে প্রোটিয়া বোলার কাগিসো রাবাদার দখলে ছিল দেশের সেরা বোলিং ফিগারের রেকর্ড। গত জুলাইয়ে অভিষেক ওয়ানডেতে ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। প্রতিপক্ষ বাংলাদেশ।
বয়স ৩৭ ছাড়িয়ে গেলেও ম্যাজিক ঠিকই আছে তার। পাকিস্তানি জন্ম নেয়া এই বোলার স্ত্রীর সুত্রে এখন দক্ষিণ আফ্রিকান।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৪৩/৪ (আমলা ১১০, ডি কক ৭১, মরিস ৪০, দু প্লেসি ৭৩*, ডি ভিলিয়ার্স ২৭*, দুমিনি ১০*; টেলর ১/৭২, হোল্ডার ০/৫১, নারাইন ০/৪৬, ব্র্যাথওয়েট ১/৬৯, বেন ০/৩৫, পোলার্ড ২/৬৪)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৮ ওভারে ২০৪ (ফ্লেচার ২১, চার্লস ৪৯, ব্রাভো ১১, স্যামুয়েলস ২৪, রামদিন ১১, পোলার্ড ২০, হোল্ডার ১৯, ব্র্যাথওয়েইট ০, নারাইন ১৮*, বেন ০, টেলর ১৬; পারনেল ১/৪৩, রাবাদা ০/৪৬, তাহির ৭/৪৫, মরিস ০/২৬, শামসি ২/৪১)।
ফল: দক্ষিণ আফ্রিকা ১৩৯ রানে জয়ী।
ম্যাচসেরা: ইমরান তাহির।
Discussion about this post