গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরু আসল লড়াই। ৫ ম্যাচ। যে এগিয়ে থাকবে শিরোপা তাদেরই। সেই লড়াইয়ে এবার মাঠে নামছে ৬ দল। সুপার পর্বে তিনটি ম্যাচে ফতুল্লা, মিরপুর ও বিকেএসপিতে সকাল নয়টা শুরু হবে ম্যাচ।
বারো দলের লড়াই শেষে জায়ান্ট দলগুলোর মধ্যে লিজেন্ডস অব রূপগঞ্জ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সুপার পর্ব নিশ্চিত করেছে।
সুপার সিক্সের প্রথম রাউন্ডে রোববার মিরপুরের হোম অব ক্রিকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।আর বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
মোহামেডান ও রূপগঞ্জের লড়াইটি সেই অর্থে আরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল হিসেবে সুপার পর্বে আসা মোহামেডানের প্রতিপক্ষ রূপগঞ্জও সমান পয়েন্ট নিয়ে রানরেটে পাঁচে থেকে লড়াইয়ে টিকে থেকেছে।
ডিপিএলের দ্বিতীয় রাউন্ড শুরু হবে ১৫ জুন। ফতুল্লায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে। একই দিনে বিকেএসপিতে আবাহনী লিমিটেড লড়বে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এছাড়া প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর মুখোমুখি হবে মিরপুরে।
১৮ জুন মাঠে গড়াবে তৃতীয় রাউন্ডের খেলা। এই দিনে মিরপুরে আবাহনীর ও ভিক্টোরিয়া। ফতুল্লায় মোহামেডানের ও প্রাইম দোলেশ্বর। বিকেএসপিতে প্রাইম ব্যাংক ও রূপগঞ্জ মুখোমুখি হবে।
এখানেও রাখা হয়েছে রিজার্ভ ডে।
Discussion about this post