একটা সময় ছিল তিনিই ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান। সেই দাপট অবশ্য এখন আর নেই মুশফিকুর রহীমের। তবে এই উইকেটকিপার ব্যাটসম্যান ফুরিয়ে যানি। তার প্রমান এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেই রাখছেন। ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলছেন তিনি। তারই ঝলকে মোহামেডান স্পোর্টিং ক্লাব মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে।
মুশফিক তুলে নিয়েছেন ৭ চার ও ২ ছয়ে ৮২ বলে অপরাজিত ৬৬ রান। ম্যাচ জিতিয়ে ফেরেন মোহামেডান তারকা।
এদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় কোনো বাংলাদেশি হয়ে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। তারও আগে বাংলাদেশের পক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন ওপেনার তামিম ইকবাল।
বুধবার মাঠে নামার আগে ৬ হাজার থেকে ১৮ রান দুরে ছিলেন মুশফিক। মোহামেডানের ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলে শেখ জামালের মুক্তার আলির বলে ১ রান নিয়ে এই কীর্তি গড়লেন বাংলাদেশ টেস্ট দলের এ অধিনায়ক। সাকিব আল হাসান রয়েছেন তৃতীয়স্থানে। লিস্ট এ’ ক্রিকেটে করেছেন ৫ হাজার ৩২৪ রান।
এদিকে বুধবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেরিতে শুরু হওয়া ম্যাচে প্রতি দলের জন্য ৪২ ওভার করে নির্ধারণ করেন আম্পায়াররা। ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৮৭ রান তুলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জবাব দিতে নেমে ৩২.২ ওভারে ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
Discussion about this post