ধর্মপ্রান এক ক্রিকেটার। বাবা সারাক্ষণই ব্যস্ত ধর্ম কর্মে। সন্তানদেরও সেই আর্দশে বড় করেছেন তিনি। তাইতো মহা গুরুত্বপূর্ন ম্যাচ না থাকলে পবিত্র মাহে রমজানে খেলার পক্ষপাতী নন ইরফান এবং ইউসুফ পাঠান। এই কারণেই ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে মাত্র দুই ম্যাচ খেলে গুডবাই বললেন ইউসুফ পাঠান।
আবাহনীর হয়ে দুই ম্যাচে ৬৮ রান ও ২টি উইকেট নিয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার।
ইউসুফের দেশে ফেরার ব্যাপারে আবাহনীর কর্মকর্তা শেখ মামুন ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘ইউসুফ পাঠান দুই ম্যাচ খেলতে এসেছিলেন। প্রথম ম্যাচে ৬০ রান করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। তাঁকে দলে থেকে যেতে অনুরোধ করেছিল আবাহনী। কিন্তু পরিবারের সঙ্গে রমজানের রোজা রাখার জন্য ফিরে যাচ্ছেন ইউসুফ।’
ভারতীয় তারকা ইউসুফ পাঠানও জানালেন একই তথ্য। তিনি বলেন, ‘রমজান মাসে আমি ও আমার ভাই ইরফান পাঠান বাবার নির্দেশে লিগ বা এই ধরণের খেলাধুলা থেকে বিরত থাকি। এ সময় রোজা আর নামাজ আদায় নিয়ে ব্যস্ত থাকি।’
পরিবারের সঙ্গে রমজান মাসে সিয়াম সাধনা করার জন্য মঙ্গলবারই ভারতে ফেরার কথা ইউসুফের। তার বদলে আবাহনীতে খেলবেন আরেক ভারতীয় ক্রিকেটার জশপাল শর্মা।
Discussion about this post