সফল এক আইপিএল মিশন শেষে এখন ছুটি কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। নিজ বাড়িতে কাছের মানুষদের নিয়েই বিশ্রামের সময়গুলো কেটে যাচ্ছে। সাতক্ষীরায় তার নিজের বাড়ি কালিগজ্ঞের তেঁতুলিয়া গ্রামে ব্যস্ততায় কাটল মাহে রমজানের প্রথম দিন।
এমনিতে গ্রামের বাড়িতে পৌঁছানোর পর থেকেই খ্যাতির বিড়ম্বনা সইতে হচ্ছে কাটার মাস্টারকে। ভক্তরা রীতিমতো ভীড় করছেন মুস্তাফিজের বাড়িতে। এবার ধর্মপ্রান এই ক্রিকেটার ভক্তদের জন্য কিছু করছেন।
এলাকার মানুষদের নিয়ে প্রথম রজমানে ইফতার করছেন মুস্তাফিজ। আর পুরো আয়োজনটি করছেন কাটার মাস্টার নিজেই। মুস্তাফিজের বন্ধু হাফিজ মিডিয়াকে জানিয়েছেন, মুস্তাফিজের ইচ্ছায় ও তার টাকায় পার্শ্ববর্তী এলাকার ১০টি মসজিদে ইফতারির আয়োজন করা হচ্ছে। ইফতারিতে তেহারি ও খেজুরের ব্যবস্থা করা হবে। ১০ মসজিদে প্রায় তিন হাজার মানুষের জন্য এ আয়োজন করা হবে।
সব কিছু ঠিক থাকলে প্রথম রোজা পালন করেই ঢাকা ফেরার কথা মুস্তাফিজের। চিকিৎসকদের কাছ থেকে সিগন্যাল পেলে এরপর কাউন্টি ক্রিকেটেও দেখা যেতে পারে দ্য ফিজকে।
Discussion about this post