সত্যিকারের ফেভারিটের মতোই এগিয়ে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে পেছনে ফেলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগ নিশ্চিত করেছে লিজেন্ডসরা। এক ম্যাচ হাতে রেখে প্রাইম দোলেশ্বরের পর দ্বিতীয় দল হিসেবে সুপার লিগে উঠল টুর্নামেন্টের সবচেয়ে দামী এই দল। মাহমুদউল্লাহ রিয়াদের শেখ জামালকে ৭ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ।
এতে দশম রাউন্ড শেষে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে রূপগঞ্জ। আর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৮-এ শেখ জামাল। যাতে সুপার সিক্স পর্বের আশা অনেকটাই বিবর্ন হয়ে গেল দলটির।
সাভারে বিকেএসপির-৩ নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫ ওভারে মাত্র ১৮৪ রানে অলআউট হয় শেখ জামাল। জবাবে ৩২.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ। যাকে বলে অনায়াস জয়।
দাপুটে রূপগঞ্জ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শূন্য রানেই জহুরুল ইসলামকে হারায়। তবে এরপরই পথ খুঁজে নেয় তারা। নাহিদুল ইসলামের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন সৌম্য সরকার (২৯)। পরে নাহিদুল ও জুনায়েদ সিদ্দিকী মিলে ১২৫ রানের জুটি গড়ে দলকে ঠিক পথে নিয়ে যান।
নাহিদুল ৮ রানের জন্য সেঞ্চুরি পাননি। ৯২ রানের ইনিংসটি ৯ চার ও ৩ ছয়ে ৯৯ বলে সাজিয়েছেন তিনি। অন্যদুকে অভিজ্ঞ জুনায়েদ ৫৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই ছাড়েন মাঠ।
এছাড়া নাজমুস সাদাত ৪১, মাহমুদউল্লাহ ৩৫, সোহাগ গাজী ৩১, আব্দুল্লাহ আল মামুন ২৪ ও মুক্তার আলির ১৯ রানে দেড়শো পেরোনো সংগ্রহ গড়ে শেখ জামাল।
রূপগঞ্জের হয়ে মুরাদ খান ও তাইজুল ইসলাম ৩টি, আলাউদ্দিন বাবু ও নাহিদুল ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল: ৪৫ ওভারে ১৮৪ (মামুন ২৪, মাহবুবুল ৪,মার্শাল ০, মাহমুদউল্লাহ ৩৫, সাদাত ৪১, সোহাগ ৩১, মুক্তার ১৯, জাবিদ ৩, আরাফাত ১, মাসুদ ৩, রহমান ১*; তাইজুল ৩/২৯, মুরাদ ৩/৪৮, আলাউদ্দিন ২/১৪, নাহিদুল ২/৩৮)
রূপগঞ্জ: ৩২.৫ ওভারে ১৮৫/৩ (জহুরুল ০, সৌম্য ২৯, নাহিদুল ৯২, জুনায়েদ ৫৩*, আসিফ ৭*; রহমান ১/১৭, মাসুদ ১/২৪, মাহমুদউল্লাহ ১/৪৬)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাহিদুল ইসলাম।
Discussion about this post